উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জু কে বহুদিন পর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেখা গেছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন এই পরিবারের সদস্যরা জনসস্মুখে খুব কমই এসেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল বুধবার রি সোল জু স্বামীর সঙ্গে লুনার নিউ ইয়ারের ছুটি উদযাপন করতে রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত মানসুদাই আর্ট থিয়েটারে আর্ট পারফর্মেন্স দেখতে গিয়েছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে যেটি সমপ্রচার করা হয়। খবর বিডিনিউজের।
রি কে সর্বশেষ গত বছর ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জনসম্মুখে দেখা যায়। সেদিন তিনি তার স্বামীর সঙ্গে ‘কুমসুসান প্যালেস অব দ্য সান’ দেখতে গিয়েছিলেন। ওই প্যালেসেই কিমের দাদা ও বাবার মৃতদেহ রাখা আছে। কেসিএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়, যখন কিম তার স্ত্রীকে নিয়ে থিয়েটারের অডিটোরিয়ামে প্রবেশ করেন তখন স্বাগত সঙ্গীত বাজছিল। তারপরও দর্শকরা খুশিতে হুররে বলে চিৎকার করে ওঠেন। রি লাল ও কালো রঙের একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। পুরো অনুষ্ঠান চলাকালে তিনি স্বামীর সঙ্গে কথা বলেন ও হাসেন। হাতে হাত রেখে তারা স্টেজে যান এবং শিল্পীদের সঙ্গে ছবি তোলেন