চান্দগাঁও এবং বায়েজিদে সিএমপি ট্রাফিক পুলিশের শীতবস্ত্র বিতরণ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

চান্দগাঁও এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গতকাল বুধবার অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ ও সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন এবং টিআই (প্রশাসন) মো. সেলিমুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

এ সময় উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। তাই এই শীতে তাদের মাঝে উষ্ণতা ছড়াতে আমাদের এই প্রয়াস।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং জুনিয়র, সীতাকুণ্ড উপজেলার জয়লাভ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৩.৩৩ কোটি টাকা