সিএসই ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চুক্তি স্বাক্ষর

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মধ্যে এপিআই শেয়ারিং চুক্তি গত ৩১ জানুয়ারি ঢাকা অফিসে সম্পন্ন হয়। এর মাধ্যমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তার গ্রাহকদের সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে গেল।
সিএসইর উপ-মহাব্যবস্থাপক এবং আইটি সার্ভিসেস প্রধান হাসনাইন বারী ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, এই চুক্তি সম্পাদন প্রক্রিয়া ডুয়েল ট্রেকহোল্ডারগণের জন্য সময়োপযোগী ও লেনদেনের সুযোগ বৃদ্ধির জন্য কার্যকরী। এই কার্যক্রমে ক্রমান্বয়ে সবাইকে আনার প্রক্রিয়া অব্যাহত আছে।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান বলেন, এই চুক্তির মাধ্যমে সিএসইতে লেনদেনের প্রক্রিয়া আরো সহজ হলো।
সিএসইর ডেপুটি ম্যানেজার রাহী ইফতেখার রেজা, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব প্রিমিয়াম কুমারেশ সাহা, হেড অব ফাইনান্স অ্যান্ড একাউন্টস অ্যাডমিনিসট্রেশন প্রত্যয় কুন্ডু, হেড অব আইটি মইনুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দাঁড়াশ ও পদ্মগোখরো সাপ উদ্ধার