মা ও শিশু হাসপাতালে ফ্রান্স অর্থোপেডিকস টিম

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

এএমডি ফ্রান্স অর্থোপেডিকস টিমের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের সভা গতকাল ২ ফেব্রুয়ারি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এএমডি ফ্রান্স অর্থোপেডিকস টিমের কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।
ফ্রান্সের অর্থোপেডিক সার্জন ডা. থিয়েরি ক্রেভিয়ারির নেতৃত্বে একটি টিম ১ সপ্তাহ ধরে মা ও শিশু হাসপাতালে অবস্থান করছে ও রিকেটজনিত বিকলাঙ্গ রোগীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থোপেডিক সার্জারি রোগীদের অপারেশন করছে।
উল্লেখ্য, ফ্রান্সের এই অর্থোপেডিকস টিমের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রায় ১৫ বছর ধরে চিকিৎসা সেবা, মেডিকেল শিক্ষা, ফিজিওথেরাপি ও নার্সিং সেবাসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা চুক্তি রয়েছে। চুক্তির অধীনে ফ্রান্স অর্থোপেডিক টিম এখানে প্রতি বছর রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের একজন চিকিৎসককে ফ্রান্সে নিয়ে ৩ মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ফ্রান্স থেকে প্রতি বছর বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের টিম এখানে এসে কাজ করছেন এবং ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। ফ্রান্স অর্থোপেডিক টিম অত্র হাসপাতালের অর্থোপেডিক বিভাগের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে অনেক মূল্যবান মেডিকেল যন্ত্রপাতি অনুদান প্রদান করেছেন। ভবিষ্যতেও তারা হাসপাতালের উন্নয়নে কাজ করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এএমডি ফ্রান্স অর্থোপেডিক টিমের সাথে এসএআরপিভি চকরিয়া এবং মা ও শিশু হাসপাতালের সাথে এ বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তি রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক ডা. মো. নূরুল হক, অধ্যাপক ডা. অলক কুমার বিশ্বাস, অধ্যাপক ডা. তাহেরা বেগম, উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, ডা. তসলিম উদ্দিন চৌধুরী, সুজেন ক্রেভিয়ারি, কাজী মাকসুদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা ব্যাংক ও আব্দুল মোনেম লিমিটেডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী অসহায়দের কল্যাণে কাজ করছেন