বন্দরে দুর্ঘটনায় পরিবহন বিভাগের কর্মকর্তার মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে আরএসটির চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন পরিবহন বিভাগের কর্মকর্তা সিফাত রাব্বি। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানিয়েছে পুলিশ। তিনি বন্দরে যোগ দেন ২০১৯ সালের ৫ মার্চ। চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘বন্দরের অভ্যন্তরে ইয়ার্ডে কাজ করার সময় কন্টেনার হ্যান্ডেলিংয়ের আরএসটি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে রাব্বি মারা যান। তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাব্বি ফুড ব্লগার হিসেবেও পরিচিত বলে আমরা জানতে পেরেছি।’

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে পিবিসির প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা
পরবর্তী নিবন্ধদক্ষিণ রাউজানের গঙ্গামন্দির হবে সম্প্রীতির প্রতীক : ফজলে করিম