বাকলিয়ায় কবরস্থান সংস্কার ও মসজিদের উন্নয়নে ব্যারিস্টার নওফেলের অনুদান

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ডিসি রোডস্থ মদিনা মসজিদ সংলগ্ন কবরস্থান সংস্কারে ৮০ হাজার টাকা ও শান্তিনগর শেখ আহম্মদ মেম্বার জামে মসজিদের উন্নয়নে ৯০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সেই অনুদানের টাকায় গত ১ ফেব্রুয়ারি বিকালে প্রথমে মদিনা মসজিদ কবরস্থান সংস্কারের কাজ এবং পরে শেখ আহম্মদ মেম্বার জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উন্নয়ন কাজের উদ্বোধন করেন পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ইউনুছ কোম্পানি, মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজী, মোঃ জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল আলম, সিরাজুর রহমান, হাসান মুরাদ, এড. মোস্তফা নাজিম পাশা, আবুল হাশেম কন্ট্রাক্টর, খায়রুল বশর বাসেক, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, সারোয়ার আলম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম রানা, আবদুল জলিল, এড. জসিম উদ্দিন ও আমজাদ হোসেন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২২ জেলে পরিবারে এমপি দিদারের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধজাতিসংঘে পিবিসির প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা