সীতাকুণ্ডে ১১৯ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-৭। গত মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী একাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সোনাইছা এলাকার মো. দুলাল মিয়ার পুত্র মো. ইসমাইল হোসেন প্রকাশ রুবেল মিয়া (২২) এবং মৃত ইলিয়াছ হোসেনের পুত্র মো. মেহেরাজ হোসেন (২২)। র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে একটি যাত্রীবাহী বাসকে তল্লাশী করে সন্দেহজনক দুই ব্যক্তির দুইটি ব্যাগের ভিতর থেকে ১১৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় আসামিদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকসহ সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, বুধবার সকালে আদালতের মাধ্যকে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।