আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গতকাল বুধবার সকালে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের সাড়ে ১৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আনোয়ারা উপজেলা প্রশাসন, জেলা-উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালন করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক জানান, বিশেষ কম্বিং অপারেশন অভিযানে ৮টি উপকূলীয় বেহুন্দি জাল, ৩টি পেকুয়া জাল ও ১১টি মশারি জাল জব্দ করা হয়। জালের আনুমানিক দৈর্ঘ্য ১৬,৫০০ মিটার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। এ সময় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক অধীর চন্দ্র দাস, সহকারী পরিচালক মাহমুদুল ইসলাম চৌধুরী, মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম, জাহেদ আহমেদ, মোহাম্মদ এনামুল হক ও সাঙ্গু স্টেশনের সিসি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।