হাতির হামলায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বন্যহাতি দ্বারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মাঝে গতকাল বুধবার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কালীপুর রেঞ্জের আয়োজনে বন্যহাতি সংরক্ষণ ও হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা ও চেক বিতরণ বাঁশখালী অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু তাহের। বিশেষ অতিথি দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণী ও বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. খোরশেদ আলম, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, ইসমাঈল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।অনুষ্ঠানে বন্যহাতি দ্বারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত জন্নাতুল নাঈমকে ৩ লক্ষ টাকা, প্রকাশ কান্তি দে কে ৪০ হাজার টাকা, মোহাম্মদ হেলালকে ৫০ হাজার টাকা, বিকাশ দে’কে ৪০ হাজার টাকা ও জিয়াউর রহমানকে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বক্তারা হাতির চলাচল স্থলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং পাহাড়ি এলাকায় বসতি স্থাপন না করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি বায়েজিদ পূর্ব শহীদনগর শাখার অভিষেক
পরবর্তী নিবন্ধআজ সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু