তিনি কখনো পোশাক কারখানার মালিক কখনো এনজিওর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পোশাক কারখানার মালিক পরিচয়ে নগরীর তিনপুলের মাথার একটি ইলেক্ট্রিকের দোকান থেকে বাকিতে পণ্য কিনে ও অংশীদারী ব্যবসার ফাঁদ পেতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন পারভীন আক্তার নামের এক নারী। গতকাল বুধবার বিকেলে ভুক্তভোগী মো. জিয়াউল হক ভূঁইয়ার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, পারভিন আক্তার কখনো এনজিও মালিক আবার কখনো পোশাক কারখানার মালিক পরিচয়ে বিভিন্ন লোকের সঙ্গে সখ্যতা করে অংশীদারী ব্যবসার নামে টাকা আত্মসাত করে থাকেন। প্রতারণাই তার পেশা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর জিয়াউল হক ভূঁইয়া নামের এক ইলেক্ট্রনিক ব্যবসায়ীর কাছে পণ্য কিনতে গিয়ে পারভীন নিজেকে ‘স্বীকৃতি অ্যাপারেলস’ নামের এক গার্মেন্টসের মালিক হিসেবে পরিচয় দেন। প্রতারণার আশ্রয় নিয়ে কারখানার ব্যবসায়ীক অংশীদার বানানোর কথা বলে ও পোশাক কারখানার জন্য পণ্য কিনে জিয়াউল হক ভূঁইয়ার কাছ থেকে বিভিন্ন মেয়াদে তিনি সাড়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেন। গত ১ ফেব্রুয়ারি রাস্তায় পারভীনের সঙ্গে দেখা হলে জিয়াউল হক পণ্য কেনার ১ লাখ ৫০ হাজার টাকা এবং অংশীদারী ব্যবসার ১৫ লাখ টাকা ফেরত চান। তখন ওই নারী কোনো টাকা পাবে না বলে সাফ জানিয়ে দেয়। তখন জিয়াউল হক কোতোয়ালী থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।
পরবর্তীতে জানা গেছে, শুধু জিয়াউল হক নয়, হালিশহর থানা এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন এই নারী। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে পাহাড়তলী থানার অর্থঋণ আদালতে একটি, পাঁচলাইশ থানা এলাকায় ডাকাতি মামলার একটিসহ দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, আসামি একজন প্রতারক। তিনি এনজিওর মালিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে হালিশহর থানা এলাকায় অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাৎকৃত টাকা না দেওয়ার জন্য একের পর এক বাসা পরিবর্তন করে আত্মগোপন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি প্রতারণার মাধ্যমে অসংখ্য লোকজনকে গার্মেন্টসের পার্টনারশিপ বানানোর নাম করে টাকা ধার নেন। পরে কিছুদিন যোগাযোগ রেখে চলার এক পর্যায়ে উধাও হয়ে যান। আসামি এর আগেও র‌্যাবের হাতে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবড় আইনজীবী হয়েও নুরুচ্ছফা তালুকদারের অহমিকা ছিল না
পরবর্তী নিবন্ধবেইলি ব্রিজ ভেঙে ট্রাকচালক নিহত