২৭ বছরের রাজু, ফুলটাইম গাড়ি চালানোর আড়ালে করেন পার্টটাইম মাদক ব্যবসা। নগরীর গার্মেন্টস শ্রমিকদের রিজার্ভ ভাড়ায় আনা নেওয়া করেন সকাল-বিকেল। গাড়ি চালকের বেশ ধরে নগরীর বিভিন্ন এলাকায় পৌঁছে দেন মাদক। গতকাল বুধবার বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌফাবাদ ফকিরটিল মনির কুলিং কর্নারের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করে নগর গোয়েন্দা (বন্দর) পুলিশ। রাজু অঙিজেনের পশ্চিম শহীদ নগর এলাকার হাজী হামিদ আলীর বাড়ির মৃত আব্দুল মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) একেএম মহিউদ্দিন সেলিম আজাদীকে বলেন, রাজু সকালে গার্মেন্টস কর্মীদের রিজার্ভ গাড়ি চালাতো। সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো। সোর্সের মাধ্যমে খবর পেয়ে বিকেলে অঙিজেনের পশ্চিম শহীদ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।