সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নামাজে জানাজা আজ বুধবার বাদে আসর সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে সমাহিত করা হবে।
সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় আমেরিকায় মারা যাওয়া আবুল কালাম আজাদের লাশ নিউইয়র্ক থেকে বিমানযোগে ঢাকায় আনা হচ্ছে। আজ সকালে ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছবে। সেখান থেকে সড়কপথে নিয়ে আসা হবে সীতাকুণ্ডে।
এর আগে গতকাল নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে নিউইয়র্ক এবং বোস্টনে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। জানাজায় নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নিউইয়র্কে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে গার্ড অব অনার প্রদান করা হয়।