সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের সময় দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি তারা প্রতিহত করেছে বলে সোমবার দাবি করেছে আরব আমিরাত। এর আগে পারস্য উপসাগরের ব্যাণিজ্য ও পর্যটনের কেন্দ্রস্থল হয়ে ওঠা দেশটিতে প্রথম সরকারি সফরে যান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এই নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতে হামলা চালালো হুতিরা। এরমধ্যে ১৭ জানুয়ারি দেশটির রাজধানী আবু ধাবিতে চালানো হামলায় তিন জন নিহত ও ক্ষয়ক্ষতি হয়েছিল। খবর বিডিনিউজের।