জুটি বাঁধলেন রোশান-বুবলী

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং চলছে এফডিসিতে। সেই ছবির সেটেই নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। সেখানেও তার পাত্র-পাত্রী রোশান ও শবনম বুবলী। ছবির নাম ‘বিট্রে’। গতকাল ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘চোখ’ ও ‘রিভেঞ্জ’ দিয়ে আলোচনায় আসা রোশান ও বুবলী জুটি। জানা গেছে, ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ শেষ হলে ‘বিট্রে’র শুটিং শুরু হবে। এখানে আরও একঝাঁক তারকাকে দেখা যাবে অভিনয় করতে। থাকবে কিছু রোমান্টিক আমেজের গানও। এদিকে গতকাল এফডিসির প্রশাসনিক ভবনের সামনে ‘রিভেঞ্জ’ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন রোশান ও বুবলী। নানা ইস্যু নিয়ে উত্তাল এফডিসিতেও কর্মচাঞ্চল্য ধরে রেখেছিলেন তারা।

পূর্ববর্তী নিবন্ধসিনেমার গানে সরব জাহিদ নিরব
পরবর্তী নিবন্ধরশ্মিকা মন্দানার সৌন্দর্যের রহস্য