করোনা মহামারী তৃতীয় ঢেউ বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশ ও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমনই পরিস্থিতিতে সিভিল সার্জন চট্টগ্রাম, বিজিএমইএ ও এম এ সালামের সহায়তায় এশিয়ান গ্রুপের অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ- চিটাগাং এশিয়ান অ্যাপারেলস, প্যানমার্ক অ্যাপারেলস, মোহরা এশিয়ান অ্যাপারেলস, সী টেক্স, সী ব্লু টেক্স, সী ব্লু টেক্সটাইল (গার্মেন্টস ডিভিশন), সুবর্ণা গার্মেন্টস, মেহের গার্মেন্টস, প্রিয়ম গার্মেন্টস, ফ্যাশন ওয়াচ, জ্যাকমার্স ফ্যাশন, ফরচুন অ্যাপারেলস, কটনেঙ, এটিএস পার্লস, ডাফ নিটওয়্যার, ডাফ এঙেসোরিজ, ডাফ চিটাগাং এক্সেসোরিজ, এশিয়ান অ্যাপারেলস প্রিন্টিং, এশিয়ান এস আর হোটেল, ওয়াশ লাইন, ফ্যাশন ওয়াচ ওয়াশিং, ডাফ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ ও এশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ের ৩১০৬২ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার ১০০% সুরক্ষার আওতায় এসেছে।
এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম.এ সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সিভিল সার্জন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিজিএমইএর সার্বিক সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কারখানার শ্রমিকরা এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি দেশের বৃহত্তর রপ্তানি আয়ের এই খাতটি যেন উৎপাদন অব্যাহত রাখতে পারে। প্রকৃতপক্ষে লকডাউন নয়, সরকার ঘোষিত বিধিনিষেধসমূহ প্রতিপালন করে ভ্যাকসিন নির্ভর হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।