বোয়ালখালীতে শিবরাজ গিরির তিরোধান উৎসব ৩ ফেব্রুয়ারি শুরু

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:২৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীর শিবরাজ গিরি নাগার ২৯ তম তিরোধান উৎসব আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। উপজেলার সারোয়াতলী আনন্দময়ী কালী মন্দির ও সমাধি পীঠে আগামী ৩ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। মঙ্গলধ্বজা উত্তোলন ও গুরু কীর্তনের মাধ্যমে ৩ ফেব্রুয়ারি চারদিন ব্যাপী উৎসবের কার্যক্রম শুরু হবে। ৪ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ, মাতৃপূজা, বিশেষ পূজা। বিকালে ধর্মসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের পর অধিবাস কীর্তন। একই দিন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
৫ ফেব্রুয়ারি অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন, গুরু পূজা, মাতৃপূজা।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় যত্রতত্র পার্কিং যানজট, হুইপের অসন্তোষ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বিজয় মেলা পরিষদের সংবর্ধনা