সাতকানিয়ায় এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পোস্টার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. তারেক (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের হাঙ্গর রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছদাহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাজীর পাড়ার মো. বাবুলের পুত্র ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোরশেদুর রহমানের নির্বাচনী কর্মী মো. তারেক। সে গতকাল দুপুরে হাঙ্গর রাজঘাটা এলাকায় পোস্টার টাঙানোর জন্য একটি কিন্ডারগার্টেনের টিনের ছালে উঠে। এ সময় অসতর্কতা বশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।












