নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় একটি ভোজ্যতেলের কারখানায় আগুন লেগেছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল অয়েল নামে কারখানাটিতে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি কাজ করেছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের সরকারি পরিচালক ফারুক হোসেন।
তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।”
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.facebook.com/DainikAzadi/videos/3114461628878383