যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলের কিছু অংশে তুষারঝড় ও ভারি তুষারপাতে জনজীবন বিপর্যস্ত। গাড়ি চলাচলে বিশৃঙ্খলাসহ হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার দমকা হাওয়া ও তুষারের স্তুপ জমে যাওয়ার কয়েক ঘণ্টা আগে পাঁচটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত তুষার জমেছে। বাতিল করা হয়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট। রোববার পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর বিডিনিউজের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকাজুড়ে শীতল তাপমাত্রা সমস্যা হয়ে বিরাজ করবে। তুষারঝড় মেইন রাজ্যের দিকে এগুচ্ছে। শীতকালীন ঝড় নর’ইস্টারের কারণে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটসে ভারি তুষারপাত এবং উপকূলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার বোস্টনে ২৩ দশমিক ৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। আগের দিনও একই রকম তুষারপাত হয়েছে। শনিবার রাতে ম্যাসাচুসেটসের ৮০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেপ কোড অঞ্চল। সেখানে প্রায় প্রতিটি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। উপকূলীয় ঝড়ের কারণে নানটাকেট এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
স্থানীয় আবহাওয়াবিদ ম্যাথিউ কাপুচ্চি বিবিসি-কে বলেন, একবারে প্রতি ঘণ্টায় ৮-১০ সেন্টিমিটার তুষার পড়ছে। সড়কের কাজ করা কোনও ক্রুর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এর মানে হচ্ছে, সব সড়ক বন্ধ হয়ে যাবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস শনিবার নিশ্চিত করেছে, তুষারঝড়ে শীতল বায়ুর সঙ্গে সাগরের উষ্ণ হাওয়ার মিশ্রণের ফলে বায়ুমণ্ডলীয় চাপ উল্লেখযোগ্য মাত্রায় কমেছে। এ প্রক্রিয়াকে তথাকথিত বোম্ব সাইক্লোন বলা হয়। বোস্টনে এনডব্লিউএস সতর্ক করে বলেছে যে, অপ্রয়োজনে ঘেরাঘুরি না করে কেবল জরুরি কারণেই লোকজনের বাড়ির বাইরে বের হওয়া উচিত। আর কোনও কারণে বেরোতেই হলে সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে বের হওয়া এবং গাড়িতেই থাকা উচিত।