বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং এলাইড কম্পিউটার স্ট্রীমের সহযোগিতায় তিন দিনব্যাপী উইন্টার টেক ফেস্ট এর উদ্বোধনী অনুষ্ঠান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাবরিনা জাহান মাইশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রোগ্রাম আহ্বায়ক শুভাশীষ ঘোষ, আবদুল্লাহ আল নাসের।
প্রধান অতিথি বলেন, তিন দিনব্যাপী এই উইন্টার টেক ফেস্ট আয়োজিত বিভিন্ন সেমিনার ওয়ার্কসপের মাধ্যমে অংশ গ্রহনকারী ছাত্র-ছাত্রীবৃন্দ আইটি বিষয়ে নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবে। আধুনিক এবং প্রতিযোগিতাশীল এই পৃথিবীতে কম্পিউটার বিজ্ঞানের ছাত্ররা পৃথিবীর উৎকর্ষ সাধনে অগ্রনী ভূমিকা পালন করছে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে ট্রেনার হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এনড্রয়েড ও আইওএস ডেভেলপার পরাগ পাল। প্রেস বিজ্ঞপ্তি।