কক্সবাজার সমিতি চট্টগ্রামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন নন্দনকাননস্থ সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক। পরামর্শমূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, এ জে এম গিয়াসুদ্দীন, কমান্ডেন্ট এ এস এম আজিমউদ্দিন, এস এম মোরশেদ জাফর, সরফরাজ আল নেওয়াজ, আব্দুল বাসেত খান, কমরুদ্দিন আহমেদ, জাকির হোসেন, খাইরুল ইসলাম, চৌধুরি রিয়াদ, মুজিবুল হক এবং কফিল উদ্দিন প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার এস এম মোরশেদ জাফর, সহকারী নির্বাচন কমিশনার মো. কফিল উদ্দিন এবং মো. আতিকুল ইসলাম আগামী ২০২২-২০২৩ জন্য নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু ওয়ালিদ মুহাম্মদ হারুন, এ জে এম গিয়াসুদ্দীন, কমান্ডেন্ট এ এস এম আজিমউদ্দিন, মো. জমির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নাজেমুল হক, যুগ্ম-সম্পাদক অধ্যাপক মইন উদ্দিন আহমদ, মোরশেদ মোহাম্মদ আলী, অর্থ-সম্পাদক মো. ইয়াসিন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক দিদারুল মোস্তফা, সাহিত্য সম্পাদক দিদারুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক এইচ এম এম আয়াজ উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, আইন সম্পাদক মুহাম্মদ জহিরুল হক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ ওবাইদুল হক মনি, দপ্তর ও গণ সংযোগ সম্পাদক মো. রায়হান উদ্দিন, মহিলা সম্পাদক ইয়াসমিন আনিস চৌধুরী এবং কার্যকরী সদস্য হিসেবে হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, এ এন এম সোহাইল, মোহাম্মদ আশফাকুর রহমান, মো. আব্দুল বাসেত খান, মোহাম্মদ জুনাইদ কবির, আব্দুল হান্নান চৌধুরী, মো. সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, এইচ এম সলিম উল্লাহ ও তমিজ উদ্দিনের নাম ঘোষণা করেন।