খলিফা বাড়ির মিলনমেলা

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

‘আমাদের খলিফা বাড়ি’ এর আয়োজনে এবং নবজাগরণ সংঘের সার্বিক সহযোগিতায় রাউজান থানার ১৫ নম্বর নোয়াজিশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খলিফাবাড়ির মিলনমেলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী এ আয়োজনের ১ম পর্বে বিস্কুট দৌঁড়, ১০০ মিটার দৌঁড়, মোরগ লড়াই, দীর্ঘ লাফসহ মোট ১৩টি ডিসিপ্লিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে পুরস্কার বিতরণ, আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননা, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, নৈশভোজ এবং সর্বশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে খলিফাবাড়ির ছোট-বড় সকলের অংশগ্রহণে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত প্রবীণ ও অতিথিরা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধারা অব্যাহত রাখতে আয়োজকদের অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভার সংরক্ষিত আসনের উপনির্বাচন আজ
পরবর্তী নিবন্ধবালিকা সদনে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের অনুদান