করোনা দূর্যোগে গত এক বছরে ২৬৮ জনের মানুষকে দাফন-কাফন, সৎকার ও অ্যাম্বুলেন্সসেবা দিয়েছে গাউছিয়া কমিটি টিম কর্ণফুলী। গত শুক্রবার কর্ণফুলী শিকলবাহা আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত শহরজান ফোরকানিয়া মাদরাসা প্রাঙ্গণে মানবিক টিম কর্ণফুলীর সমন্বয়ক ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গাউসিয়া কমিটি মানবিক টিম কর্ণফুলীর সদস্য সচিব মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নূর আলী চৌধুরী। প্রতিবেদনে জানানো হয় করোনা দুর্যোগে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ৩ জন, বেওয়ারিশ ৫ জন, অমুসলিম (হিন্দু) ১ জন, ১০৩ জনকে মহিলাসহ ২৬৮জনকে দাফন-কাফন ও সৎকার করা হয়। এছাড়া দুস্থ অসহায় রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয় ৬৫ জন, ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয় ৪৩ জনকে। প্রতিবেদন পেশ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কমিটির কর্ণফুলী সহ-সভাপতি মনজুর আলম, উদ্বোধক ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন বকুল, খুরশিদ আলম, মুহাম্মদ ইসহাক, নূরুল আবছার আজাদ, জহিরুল ইসলাম, শামসুল আলম (সও), মুহাম্মদ রেজওয়ান, আব্দুল মজিদ শাহিন, মনজুর আলম (সও), মুহাম্মদ সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, ফজলুল করিম, হাসান মুরাদ, আরফাত রহমান, আজিজুল হক আজিজ, মীর আহমেদ, রাকিবুল ইসলাম, রফিক উদ্দিন, আবুল হায়াৎ তাজবির, আইয়ুব, খোরশেদ আলম, মাসুদ পারভেজ ইমন প্রমুখ।