নিজ কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

যুব ইউনিয়ন নেতা উজ্জ্বল শিকদার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

প্রগতিশীল রাজনৈতিক সংগঠক উজ্জ্বল শিকদার (৪২) আর নেই। তিনি একাধারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও যুব ইউনিয়নের নেতা ছিলেন। খেলাঘর আন্দোলনেও সক্রিয় ছিলেন। গতকাল রোববার সকালে নিজ কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উজ্জ্বল শিকদারের বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে। তিনি মা-বাবা, স্ত্রী, ৬ বছর বয়সী একমাত্র ছেলেসহ অনেক স্বজন-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ উজ্জ্বল শিকদার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় হাজারী লেনের সিপিবি কার্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর উজ্জ্বল শিকদারের মরদেহ গ্রামের বাড়ি বাঁশখালীর বৈলছড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উজ্জ্বল শিকদারের মৃত্যুতে সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মৃণাল চৌধুরী, অশোক সাহা, মো. জাহাঙ্গীর, কানাইলাল দাশ, শওকত আলী, হাফিজ আদনান রিয়াদ, খান আসাদুজ্জামান মাসুম, রিপায়ন বড়ুয়া, সনত বড়ুয়া, অনুপম বড়ুয়া পারু, এ্যানি সেন, ইমরান চৌধুরী, তৌহিদুল ইসলাম, অনুপ চক্রবর্তী, রথীন সেন, দেলোয়ার হোসেন মজুমদার, রোজী সেন, ড. গনেশ রায়, এএসএম জাহিদ হোসেন, ডা. চন্দন দাশ, শীলা দাশগুপ্তা, প্রনব চৌধুরী ও বেদারুল আলম চৌধুরী বেদার শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ জাসদের কাউন্সিল অধিবেশন আজ
পরবর্তী নিবন্ধমতিউর রহমান শাহ’র ৫৮তম ওরশ ৪ ফেব্রুয়ারি