নগরীতে দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ ও মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য নির্গমন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ ও গ্রহণযোগ্য মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য নির্গমনের দায়ে নগরে দুই ব্যক্তি ও একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার ৭৪০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল রোববার এনফোর্সমেন্ট শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (উপসচিব) ইশরাত রেজা এ জরিমানা করেন।
পুকুর ভরাট করায় দণ্ডিত দুই ব্যক্তি হচ্ছেন দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়ার মো. নুরুল আফসার ও চরপাড়া রাস্তার আবু বক্কর। এর মধ্যে নুরুল আফসারকে ৩৪ হাজার ৫৯ টাকা এবং আবু বক্করকে ১৪ হাজার ৬৫৭ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পূর্ব বাকলিয়ায় আবদুল লতিফ হাটের আনন্দ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ’ নামের সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে গ্রহণযোগ্য মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য নির্গমনের দায়ে তিন হাজার ২৪ টাকা জরিমানা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মিয়া মাহমুদুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধটিকটকার নিউটন রাউজান থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৫ ঘণ্টার বৈঠকে সমঝোতা, চুক্তি