চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম মো. রুহুল আমিন ও আবদুল মালেক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল শনিবার রাতে পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দল গতকাল শনিবার দিবাগত রাতে দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালায়। এসময় পূর্ব দোহাজারী এলাকা থেকে মৃত জাফর আহমদের পুত্র মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
একই রাতে পৌরসভার সরকারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে খায়ের আহম্মদের পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত ২ আসামিকে আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।