বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আমরা চট্টগ্রাম কলেজ ৮৯ : আমরা চট্টগ্রাম কলেজ ৮৯’র উদ্যোগে গত শুক্রবার চট্টগ্রামের জোরারগঞ্জ আনসার-ভিডিপি ক্যাম্প এলাকায় প্রায় কয়েকশ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ আনসার ভিডিপির পরিচালক আবদুল আওয়াল বাবু, সৈয়দা রিফাত আকতার নিশু, এনাম হোসেন, আবু তাহের, সঞ্জিব, শারুদ নিজাম, নার্গিস নাঈমা, নার্গিস আজিজ তানি, মহসিন মোরশেদ টিপু, ডা. তপন ও হামিদা নীরু প্রমুখ। নেতৃবৃন্দ শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
মাহাবুব আলম-লায়লা ফাউন্ডেশন : মাহাবুব আলম-লায়লা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্‌বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। ফারমিন গার্মেন্টসের চেয়ারম্যান মুহাম্মদ এমরানের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এম. ইউনুছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ কফিল উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহাবুব আলম-লায়লা ফাউন্ডেশন চেয়ারম্যান এনামুল হক এনাম। আরও বক্তব্য রাখেন আবছার উদ্দীন, গোলাম মোস্তাফা, আমিনুল করিম, আনিসুর রহমান মুন্না, সুজন গাজী। উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা এড. সৈয়দ রবিউল হোসেন, সাইফুল করিম, মো. রুবেল, সাজ্জাদ আলী, মনির হোসেন মনি, সাদেক বাচ্চু, সাজ্জাদ হোসেন, মুহাম্মদ ফারুক, নুরুন নবী, আরাফাত করিম, আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে মহিউদ্দিন বাচ্চু বলেন, নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। প্রেস বিজ্ঞপ্তি।
চুনতি : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ার চুনতি মোহাম্মদিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার এতিমখানা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল, সমাজসেবক মিরান হোসেন মিজান, স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইয়াছিন, হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ সোহেল, মুহাম্মদ ইরফান ও মুহাম্মদ মিনহাজ প্রমুখ।
এরশাদ উল্লাহ : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ। সম্প্রতি চান্দগাঁও অফিসে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আর ইউ চৌধুরী শাহিন, মোহাম্মদ ইদ্রিছ, চাদগাঁও ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মাসুদুর কবির রানা, জাফর আহমদ, মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আলমগীর, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম, মো. তারেক, মো. রিকু, আবু তাহের, আজগর, ফজল কবির, বাপ্পি, মো. মামুন প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার ১৪টি ইউনিয়নে, ১টি পৌরসভা এলাকার সাধারণ জনগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাংকার মোকাম্মেল হক চৌধুরী আলালের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। গতকাল বাঁশখালী হাসপাতালের সাধারণ কর্মচারী ও রোগীদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুর রহমান মজুমদার, আলহাজ্ব আশেক এলাহী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ছনুয়া ইউপিতে কম্বল বিতরণ করেন চেয়ারম্যান এম হারুনুর রশিদ, চাম্বলে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীলে চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার, সরলে চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়াতে চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুরে চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, বৈলছড়িতে চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন, কাথরিয়াতে চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান চৌধুরী এসব কন্বল বিতরণ করেন। তাাছাড়া পুইছড়ি, শীলকুপ, গন্ডামারা, সাধনপুর, খানখানাবাদ, পুকুরিয়া ও পৌরসভায় কম্বল বিতরন করা হয়।
কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান, উপজেলার দুর্গম এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন জেলা পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন চন্দ বর্মন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ইউপি সদস্য অংসাচিং মারমা, ভানুমতি তনচংগ্যা, সুজয় বিকাশ চাকমা ও নবীন কুমার তনচংগ্যা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সদরঘাট থানা : বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সদরঘাট থানা কমিটির উদ্যোগে গত ২৮ জানুয়ারি মাদারবাড়ি এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমিটির সভাপতি ইকবাল হোসেনের তত্ত্ববধানে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন হুমায়ুন রশিদ রাসেল, জুবায়ের খান জুরাত, আজিজুল হাকিম ইমরান, সিরাজুল ইসলাম সজল, নাইমুল হক শুভ, সিরাজুন নুর সালেহীন আকিব, আব্দুল মামুন ফয়সাল, আব্দুল হালিম হৃদয়, মো. রিয়াদ, মো. ফাহিম চৌধুরী, মো. তাহিম, জহিরুল ইসলাম জুলহাস, তৌহিদ বিন নাসির, সাজিদ শাহরিয়ার, আব্দুল্লাহ আল আরাফ রোহিত, সাইফ সাজ্জাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজেয়াবুদ্দিন হোসাইন জাহাঙ্গীর
পরবর্তী নিবন্ধভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়