একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম পর্যায়ের আবেদনের ফল গতকাল শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd)-এ ফল দেখার সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা। ওয়েবসাইটে আবেদনকারীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এ ফলাফল পাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া গতকাল থেকে মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য চট্টগ্রামের ১ লাখ ২৪ হাজার ৭০৭ শিক্ষার্থী অনলাইনে আবেদন করে। এর মধ্য থেকে কলেজে ভর্তির জন্য প্রথম তালিকায় নির্বাচিত হয়েছে ১ লাখ ১৮ হাজার ১৬৭ জন। হিসেবে আরো ৬ হাজার ৫৪০ শিক্ষার্থী আবেদন করেও প্রথম তালিকায় কলেজ পায়নি। তবে সব মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজারের সামান্য বেশি বলে জানিয়েছিল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ শাখা।
এবার চট্টগ্রামের মোট ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছে। সে হিসেবে আবেদন করেও প্রথম তালিকায় ঠাঁই না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২৪ হাজারের বেশি। প্রথম তালিকায় ঠাঁই না পাওয়া এসব শিক্ষার্থীকে এখন দ্বিতীয় পর্যায়ে পুনরায় আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে ৭ ও ৮ ফেব্রুয়ারি।
এদিকে, মেধা তালিকায় ঠাঁই পেলেই কলেজে ভর্তি নিশ্চিত নয়, এ বিষয়টিও মাথায় রাখতে হবে ভর্তিচ্ছুদের। তাই মেধা তালিকায় সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হলেই চলবে না। ভর্তি নিশ্চিত করতে হলে সম্পন্ন করতে হবে আরো কিছু প্রক্রিয়া। নয়তো মেধা তালিকায় স্থান পাওয়ার পরও কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ হারাতে হতে পারে। এমনকি বাতিল হতে পারে আবেদনও। সে কথা বলা আছে একাদশ শ্রেণির ভর্তি নির্দেশনায়। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ নির্দেশনা দেওয়া আছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির প্রদত্ত নির্দেশনা অনুযায়ী, ১ম পর্যায়ের তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আজ ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। এই নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে টেলিটক বা মোবাইল ব্যাংকিং সোনালী ব্যাংক, রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি বাবদ ২২৮ টাকা ফি প্রদানের মাধ্যমে। আজ থেকে এ ফি গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময়ের (৬ ফেব্রুয়ারি) মধ্যে বোর্ডের এই ফি প্রদান করে ভর্তি নিশ্চায়ন করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হয়ে যাবে। তাই মনোনীত হওয়া (তালিকায় স্থান পাওয়ার পর) শিক্ষার্থী কর্তৃক ভর্তি নিশ্চায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ ও জরুরি বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।
তিনি আজাদীকে বলেন, একজন শিক্ষার্থী একটি কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের ফি বাবদ ২২৮ টাকা প্রদান করে ভর্তি নিশ্চায়ন করতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। পাশাপাশি তার আবেদনটিও বাতিল হয়ে যাবে। তাই মনোনীত হওয়ার পর ভর্তি নিশ্চায়নের বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে। এটি কেবল ১ম পর্যায়ের ফলাফলে মনোনীত হওয়াদের ক্ষেত্রেই নয়, সবকয়টি মেধা তালিকায় স্থান পাওয়াদের এ বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে। অর্থাৎ কলেজে ভর্তির জন্য তালিকায় স্থান পেলেই নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের ফি বাবদ ২২৮ টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অবশ্যই জমা করতে হবে। তা দিতে হবে টেলিটক ও মোবাইল ব্যাংকিং সোনালী ব্যাংক, রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে। বোর্ডের রেজিস্ট্রেশন বাবদ এ ফি প্রদানের প্রক্রিয়া ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া আছে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির তথ্য অনুযায়ী, প্রথম দফায় মনোনীতদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষে দ্বিতীয় দফায় আবেদনের সুযোগ থাকছে ৭ থেকে ৮ ফেব্রুয়ারি। প্রথম দফায় মনোনয়ন বঞ্চিত ও মনোনীত হয়েও নিশ্চায়ন করতে না পারা শিক্ষার্থীরা এ সময়ে আবেদন করতে পারবে। আবেদন গ্রহণ শেষে ১ম দফায় মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। মাইগ্রেশন হবে স্বয়ংক্রিয়। অর্থাৎ মাইগ্রেশনের জন্য আলাদা আবেদনের প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবেই আবেদনের পছন্দক্রমের উপরের দিকের কলেজে মাইগ্রেশনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
দ্বিতীয় পর্যায়ে ভর্তির জন্য মনোনীতদের ১১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ২২৮ টাকা ফি পরিশোধের মাধ্যমে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থী এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে মনোনয়ন ও আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। ২য় দফায় মনোনীতদের নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ৩য় দফায় আবেদনের সুযোগ থাকছে ১৩ ফেব্রুয়ারি। আবেদন গ্রহণ শেষে ২য় দফায় মাইগ্রেশনের ফল ও ৩য় দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ৩য় তালিকায় মনোনীতদের ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে ২২৮ টাকা ফি পরিশোধের মাধ্যমে নিশ্চায়ন করতে হবে। শিক্ষার্থী কর্তৃক নিশ্চায়ন প্রক্রিয়া শেষে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২ মার্চ।