সাতকানিয়ায় নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রায় প্রত্যেক ইউনিয়নে ছড়িয়ে পড়ছে সহিংসতা। খাগরিয়ায় গোলাগুলির ঘটনার একদিন পর এবার আমিলাইষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সারওয়ার উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রাার্থী এইচ এম হানিফ ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই প্রার্থী ও তাদের কর্মী–সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আমিলাইষ ইউনিয়নের পূর্র্ব আমিলাইষ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার পর বিদ্রোহী প্রার্থীর লোকজন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সারওয়ার উদ্দিন চৌধুরীর বসতঘর ও নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় পূর্ব আমিলাইষ চরপাড়ায় সারওয়ার উদ্দিন চৌধুরীর নির্বাচনী পথসভা চলছিল। এ সময় বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এইচ এম হানিফ মিছিল সহকারে ওই এলাকায় প্রচারণার জন্য যায়। তখন উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার বিষয়ে বিদ্রোহী প্রার্থী হানিফ জানান, আমি গণসংযোগ করার জন্য মিছিল সহকারে চরপাড়ায় যায়। আমরা সেখানে পৌঁছা মাত্র
আওয়ামী লীগ প্রার্থী সারওয়ার ও তার কর্মী সমর্থকরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। এতে আমার তিন কর্মী আহত হয়েছে।
সারওয়ার উদ্দিন চৌধুরী জানান, চরপাড়া এলাকায় পথসভা করছিলাম। এ সময় আওয়ামী লীগ থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী হানিফের নেতৃত্বে ৫০/৬০ জনের দল আমাদের পথসভায় হামলা চালায়। লাঠি সোটা নিয়ে আমার কর্মী সমর্থকদের বেধড়ক পিটিয়ে আহত করে। সেখানে স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে সেখান থেকে সরে এসে আমার বসত ঘরে ব্যাপক ভাংচুর চালায়। সেখান থেকে যাওয়ার সময় আমার নির্বাচনী অফিসটিও ভেঙ্গে তচনছ করে। তাদের হামলায় আমার ১৪ জন নেতাকর্মী আহত হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, দুই প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।