চন্দনাইশে গ্রেপ্তার ৪

ইয়াবা পাচারকারী ও পরোয়ানাভুক্ত

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৯:৫৭ অপরাহ্ণ

চন্দনাইশে ইয়াবাসহ ২ জন ও পরোয়ানাভুক্ত ২ জন সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ শুক্রবার(২৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার জোয়ারা বাদামতল, গাছবাড়িয়া কলেজ গেইট, হাশিমপুর ও কেশুয়া এলাকায় পুলিশ পৃথক পৃথক এ অভিযানগুলো পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে আজ শুক্রবার ভোররাতে পুলিশদল উপজেলার ২নং জোয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাদামতল বাজারের পশ্চিম পাশে অভিযান চালায়। এসময় কুলালপাড়া সড়কের মুখ এলাকা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ জাহেদ হোসেনকে(৩৮) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহেদ উত্তর জোয়ারা নগরপাড়ার এজাহার মিয়ার পুত্র।

একইদিন পুলিশের অপর দল চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকাস্থ বটতল দূর্লভপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১৬ পিস ইয়াবা সহ মো. আলমগীরকে(৩৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলমগীর উপজেলার পূর্ব সাতবাড়িয়া এলাকার মহিউদ্দিন প্রকাশ বাদশা মিয়ার পুত্র।

ইয়াবা উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়।

এদিকে, পুলিশদল গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মৃত হোসেন আলীর পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামি অধ্যাপক মোহাম্মদ আলী এবং কেশুয়া এলাকায় অভিযান চালিয়ে মৃত আবদুল মোতালেবের পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ওসমান গণিকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত ৪ জনকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে আতশবাজির আগুনে পুড়ে ছাই তিন বসতবাড়ি
পরবর্তী নিবন্ধএ যেন উপেক্ষার জবাব