কোর্ট হিল এলাকায় জেলা প্রশাসন কর্তৃক সৌন্দর্য্যবর্ধনের নামে গাড়ি পার্কিং দখল, রাস্তা সরু করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এমন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. এনামুল হক। সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মো. মজিবুল হক, সমিতির সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মো. কফিল উদ্দিন চৌধুরী, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ। প্রসঙ্গত, ‘জেলা প্রশাসন কর্তৃক সৌন্দর্য্যবর্ধনের নামে আদালত প্রাঙ্গণে জন ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে সমাবেশ’ নামে গত ১৮ জানুয়ারি আইনজীবী ভবনের সামনে একটি সমাবেশের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। ওই সভায় বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনকৃত এসব প্রতিবন্ধকতা সরিয়ে নিতে আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাধারণ সভা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।