দেওয়ানবাজার ওয়ার্ড আ. লীগ খ ইউনিটের আলোচনা সভা

| শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় ২০নং দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ ‘খ ইউনিট’র উদ্যোগে ইউনিট সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী বাদলের বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহাদাত হোসেন চৌধুরী বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন ছিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকী ও ওয়ার্ড এবং ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধনোয়াজিশপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন