ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা খোলা বাজারে করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন বিক্রির অনুমতি দিয়েছে বলে জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম। যদিও এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে খোলা বাজারে বিক্রির অনুমোদন পাওয়ার অর্থ এই নয় যে, এখনই সেগুলো ওষুধের দোকানে কিনতে পাওয়া যাবে। আপাতত হাসপাতাল বা ক্লিনিক থেকে টিকা কেনা যাবে বলে জানায় এনডিটিভি। খবর বিডিনিউজের।
ভারতে ‘নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস রুল–২০১৯’ এর অধীনে কোভিড–১৯ এর ওই দুইটি টিকা খোলা বাজারে বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের আইন অনুযায়ী, কোনও নতুন ওষুধ জরুরি ব্যবহারের জন্য সেটির নিরাপত্তা বিষয় তথ্য–উপাত্ত ১৫ দিনের মধ্যে ড্রাগস কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া–ডিসিজিআই কে দিতে হয়। কিন্তু খোলা বাজারে বিক্রির অনুমতি পেতে ওষুধ নিয়ন্ত্রণ সংস্থাকে ছয় মাসের মধ্যে নিরাপত্তা বিষয় তথ্য–উপাত্ত দিতে হবে।