৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে থাকবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

গত নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিত টিটোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে নিজে তেকেই বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। তখন থেকে নানা সময় তামিমের টিটোয়েন্টি ক্রিকেটে খেলা নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াসা। কদিন আগে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন তামিম টিটোয়েন্টি খেলতে চাননা। তবে এ বিষয়ে তামিমের কোন বক্তব্য পাওয়া যাচ্ছিলনা। শেষ পর্যন্ত মুখ খুললেন তামিম। এবং নিজে থেকেই জানিয়ে দিলেন আগামী ছয় মাস আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেট খেলবেন না। গতকাল বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তামিম।

তামিম বলেন কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস, কাজী ইনাম আহমেদের সঙ্গে মিটিং হয়েছে। কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন আমি টিটোয়েন্টি খেলা চালিয়ে যাই। অন্তত বিশ্বকাপ পর্যন্ত। তবে আমার বক্তব্যটা ভিন্নরকম ছিল। সবার সাথে আলোচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ছয় মাস ইন্টারন্যাশনাল টিটোয়েন্টি ক্রিকেট খেলবনা। এই ছয় মাসে আমার পুরোপুরি মনোযোগ থাকবে টেস্ট এবং ওয়ানডেতে। সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আছে। আর সে জন্য প্রস্তুতির একটা ব্যাপার আছে। আর সে জন্য আমার পুরোপুরি ফোকাসটা থাকবে এই দুই ফরম্যাটের ওপর। আগামী ছয় মাস আন্তর্জাতিক টিটোয়েন্টি নিয়ে কোনো কিছুই ভাববো না। এই ছয় মাসে আমাদের তরুন ছেলেরা খেলবে । আশা করছি তারা এতই ভালো করবে যে, আমার আর প্রয়োজন পড়বে না । ছয় মাস পর কী হবে সেটাও জানিয়েছেন তামিম। ছয় মাস পর যদি এমন একটা সময় আসে, যখন ক্রিকেট বোর্ড, সিলেক্টর্স বা টিম ম্যানেজমেন্ট মনে করে বিশ্বকাপের আগে আমাকে দরকার আছে তখন প্রয়োজন হলে এবং আমিও যদি রেডি থাকি, তখন এটা নিয়ে আমরা আলোচনা করবো। সুতরাং পরবর্তী ছয় মাস আমি টিটোয়েন্টি নিয়ে কোনোভাবেই কোনো কিছু ভাবছি না। তিনি তরুনদের নিয়ে দারুন আশাবাদি। তামিম মনে করেন এই ছয়মাসে তরুণরা নিজেদের তৈরি নিতে সক্ষম হবে। আমার জায়গায় যারা খেলবে তারা আমার অভাব ভুলিয়ে দিতে সক্ষম হবে। আমি প্রত্যাশা করি এই তরুন দলটি বাংলাদেশ দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে বাবর আজম
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৮.০৫ কোটি টাকা