চন্দনাইশে জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ, জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৬:৫৭ অপরাহ্ণ

চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করেছে।

এ ঘটনায় মৎস্য ব্যবসায়ী বন সর্দারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, দেওয়ানহাট মৎস্য আড়ত, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা কাঁচা বাজারে ক্ষতিকারক জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় বিক্রির জন্য রাখা ৬ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয় এবং মৎস্য ব্যবসায়ী বন সর্দারকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসের প্রধান সহকারী মুসলিম উদ্দিন, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা।

চন্দনাইশ থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের জেদ্দায় সোনা ও মুদ্রাসহ আটক বিমানের কেবিন ক্রু
পরবর্তী নিবন্ধচাঞ্চল্যকর জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলার রায় পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি