চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের শ্বশুর জমির উদ্দিন আহমেদ (৭৫) গতকাল বুধবার সন্ধ্যায় বাকলিয়া ডিসি রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, নাতী–নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কদম মোবারক জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জমির উদ্দিন আহমেদের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। খবর বিজ্ঞপ্তির।












