আলহাজ্ব আব্দুল হাকিম মাইজভাণ্ডারী (রহ.) ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে আব্দুল হাকিম মাইজভাণ্ডারীর ২৬ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বুধবার উত্তর কাট্টলী কলেজ রোড এইচ এম ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। চসিকের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দিদারুল আলম এমপি। অতিথি ছিলেন, শাহজাদা–এ– গাউছুল আজম, সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইন আল মাইজভাণ্ডারী (মাজিআ)।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, আব্দুল হাকিম মাইজভাণ্ডারী ছিলেন একজন আধ্যাত্মিক ও অলৌকিক জ্ঞানের অধিকারী। আশেকে রাসুল, আশেকে আউলিয়া ও কামেল ব্যক্তি। ছিলেন দানবীর। তিনি তার জীবদ্দশায় মানুষের সেবা করতে পছন্দ করতেন। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল অতুলনীয়। তাঁর এই সমাজসেবা ধারাবাহিকভাবে তাঁর সন্তান সাবেক মেয়র এম মনজুর আলমসহ তাঁর পরিবারও করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি, সুলতান আহমদ, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, মোস্তফা–হাকিম গ্রুপ ও হোসনে আরা–মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, মোস্তফা–হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, তাহের মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, মহানগর যুবলীগের সদস্য মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে সাত গুণীকে মাইজভাণ্ডারী তরিকায় অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়। এতে ক্রেস্ট, নগদ অর্থ ও কম্বল প্রদান কর হয়। গুণীজনরা হলেন– সৈয়দ আব্দুল গনী কাঞ্চনপুরী, শাহ আব্দুল গফুর মাইজভাণ্ডারী, সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী, শাহ রমেশ শীল ফকির, সৈয়দ বজলুল করিম, সৈয়দ আব্দুস সালাম ভুজপুরী, সৈয়দ বাচা মিয়া শাহ ফতেহপুরী। আব্দুল হাকিম মাইজভাণ্ডারী (রহ.) এর শানে শায়ের পাঠ করেন সৈয়দ হাবিবুল্লাহ চিশতী। প্রেস বিজ্ঞপ্তি।