রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন করা হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আসলাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বদিউল খায়ের লিটন চৌধুরী, সোলেমান চৌধুরী, আকবর শাহ চৌধুরী। ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আবু তৈয়ব চৌধুরী, মোর্শেদুল আজিম চৌধুরী খোকন, মোহাম্মদ জরীপ আলী, মোহাম্মদ বেলাল, সালাউদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম সোহেল, ফাহিম চৌধুরী প্রমুখ।