প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কলা অনুষদের অধীনে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (পিজিডিএলআইএস)’ প্রোগ্রাম চালু হয়েছে। এই প্রোগ্রাম চালু করার জন্য সমপ্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি ইউজিসি থেকে অনুমোদন পেয়েছে। প্রোগ্রামটি ১ বছর মেয়াদে দুই সেমিস্টারের ভিত্তিতে পরিচালিত হবে। উল্লেখ্য, তথ্যই সম্পদ। বর্তমান বিশ্ব তথ্যের বিশ্ব। জ্ঞান ও তথ্যে যে জাতি সমৃদ্ধ সে জাতি তত উন্নত। আর এই তথ্যের সংরক্ষণাগার হলো গ্রন্থাগার, যার কারণে বর্তমান বিশ্বে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং পেশার গুরুত্ব বেড়েছে। জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে তথ্যসেবায় দক্ষ জনশক্তি সৃষ্টির বিকল্প নেই। আর এর অন্যতম মাধ্যম হচ্ছে গ্রন্থাগার ডিপ্লোমার শিক্ষা কার্যক্রম। শিক্ষাক্ষেত্রে গ্রন্থাগার ও গ্রন্থাগারিকতা পেশা গুরুত্বপূর্ণ বিধায় বাংলাদেশের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে প্রিমিয়ার ইউনিভার্সিটি ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (পিজিডিএলআইএস)’ প্রোগ্রাম চালু করেছে। ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (পিজিডিএলআইএস)’ প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।