রাঙ্গুনিয়া উপজেলার উত্তর বেতাগীতে ১৩ বছর বয়সী এক কন্যা শিশুকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন উপজেলার বেতাগী ইউনিয়নের উত্তর বেতাগী পাল পাড়ার বিমল পালের ছেলে গোবিন্দ পাল (২৫) ও একই এলাকার মৃত স্বপন বাহাদুরের ছেলে বিজন বাহাদুর (২২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার তের বছরের শিশুটি তার নানির সাথে পাহাড়ের দিকে ঘুরতে বেরিয়েছিল। যাওয়ার পথে সে পেছনে পড়ে গেলে গ্রেপ্তার দুই আসামি তাকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে স্থানীয় জাহেদুল ইসলামের খামারের একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিশুটির চিৎকারে তার মামা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় সোমবার বিকালের দিকে শিশুর মামা দেবাশীষ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) রবি চরন চৌহান বলেন, থানায় মামলা দায়েরের পর ওইদিনই সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
রাঙ্গুনিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব মিল্কি বলেন, এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুই আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।










