নগরীর আগ্রাবাদে টিঅ্যান্ডটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বিভিন্ন সংস্থার তারের জঞ্জালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিস থেকে জানানো হয়েছে, আগুনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো বিভিন্ন সংস্থার তার আগুনে পুড়ে গেছে।