চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তরের সেকশন অফিসার শামসুন নাহার বেগম গত রোববার রাত ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, দুই পুত্র এবং অনেক আত্মীয়–স্বজন রেখে যান। গতকাল সোমবার সকাল ১০টায় চান্দগাঁও আবাসিক এলাকা ‘এ’ ব্লক কল্যাণ সমিতি কার্যালয়ের সামনে নামাজে জানাজা শেষে তাঁকে গরীবউল্লাহ শাহ মাজারস্থ কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।