বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীক মারধরের ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। গ্রেপ্তার দুই আসামি হল- মো. সিরাজ (৩৫) ও মিনারুল ইসলাম (৩৫)। আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলার রামু থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ১৮ জানুয়ারি বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকায় বিদায়ী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে কতিপয় দুস্কৃতিকারী বেআইনিভাবে উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হীরা মনির বাসায় প্রবেশ করে খুনের উদ্দেশ্যে মারপিট করে। এ সময় তাকে হত্যার হুমকি দেয় তারা।
এ ঘটনার প্রেক্ষিতে বাঁশখালী থানায় গত ২০ জানুয়ারি একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্রে আজ সোমবার সকালে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি পৌরসভা এলাকার মৃত রহিম উল্লাহর পুত্র মো. সিরাজ ও মৃত মকবুল আহমদের পুত্র মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।