প্রতিবন্ধীদের প্রতিভা সমাজের কাজে লাগাতে হবে

সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী প্রদানকালে লায়ন হাকিম আলী

| সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

 

ডায়মন্ড লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, ধনীদরিদ্র সমতার নীতিতে সামাজিক উন্নয়নে কাজ করতে হবে। একজন মানুষ কখনো শারীরিক কিংবা মানসকিভাবে স্বয়ংসর্ম্পূণ হয় না। কোনো না কোনো সমস্যা থাকবই। েপ্রতিবন্ধী অক্ষম মানুষেরা চিরকালই সমাজের প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত ও অবহেলিত। অক্ষমতা না দেখে তাদের সুপ্ত প্রতিভাকে খুঁজে কাজে লাগাতে হবে। উপযুক্ত সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে রূপান্তরিত হতে পারে। এজন্য সামাজিক মনোভাবের পরিবর্তন জরুরি।

তিনি ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধীদের মাঝে অন্ন, বস্ত্র, শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেউ থাকবে না অনাহারে, হোক না সে অবহেলিত ভবঘুরেশীর্ষক শ্লোগানে ‘ভবঘুরে’ ও ‘একতা বন্ধু সংঘ ব্লাড ডোনার ক্লাব’র যৌথ উদ্যোগে গত ২০ জানুয়ারি রাতে ভবঘুরের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মো. আলমগীর বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চট্টগ্রামের সহসভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শিমুল বড়ুয়া, নারী নেত্রী কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক লায়ন মো. ইব্রাহিম, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ। পরে উপস্থিত ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধীদের মাঝে অন্ন, বস্ত্র, শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতার বিনামূল্যে চক্ষু সেবা
পরবর্তী নিবন্ধসরকার ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে