আমাদের শৈশব এমনকি তরুণ বয়সেও ট্রেন ভ্রমণের সময় প্রতিটি ষ্টেশনে দু‘একটা বইয়ের দোকান দেখা যেত। আজকে চট্টগ্রাম রেলস্টেশনে সবেধন দুটো বুকস্টলেই দেখলাম, ভোগ্যপণ্যের ঠাঁই৷ হয়েছে। সব দেখেশুনে জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যারের সেই বিখ্যাত কথাগুলো মনে পড়ছে : আমি যেকোনো দেশে গেলেই দুটি জিনিস দেখি। এক কাঁচাবাজার, অন্যটা হলো বইয়ের দোকান। আমার মনে হয়, কাঁচাবাজার আর বইয়ের দোকান সম্ভবত সমাজের অবস্থার সবচেয়ে উৎকৃষ্ট নির্দেশক। যে দেশে বইয়ের দোকান নাই সে দেশে লেখাপড়া খুব হয় তা বিশ্বাস করি না। কাঁচাবাজার দেখলেই বোঝা যায়, দেশের অবস্থা কেমন। বইয়ের দোকানে গিয়ে কী ধরনের বই পাওয়া যায়, কেমন বিক্রি হয়, তা দেখেই দেশের জ্ঞানচর্চার অবস্থা বোঝা যায়। একবার তুরস্কে গিয়েছিলাম। সেখানে বইয়ের দোকানে শতকরা ত্রিশ–পঁয়ত্রিশটা বই কম্যুনিজম সম্পর্কে, শতকরা ত্রিশ–পঁয়ত্রিশটা বই ইসলাম সম্পর্কে। সুতরাং সেই দেশে যে টেনশন থাকবে তা বোঝার জন্য হাফেজ হওয়ার দরকার নাই। লেখক : কবি