অতঃপর যদি তারা সাক্ষ্য দেয়, তবে ওইসব নারীকে ঘরে আবদ্ধ রাখো যে পর্যন্ত না তাদেরকে মৃত্যু উঠিয়ে নেয় কিংবা আল্লাহ তাদের জন্য কোন সুরাহা বের করেন।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:১৫) সূরা নিসা।
মুমিন ব্যতীত কাহারও সঙ্গী হইওনা এবং পবিত্র ও হালাল জিনিস ব্যতীত কিছু আহার করিও না।
– আল–হাদিস (তিরমিজী)।
সৎ মানুষেরা আইনের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর করে তোলে।
– নরম্যান ডগলস।