কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

 

 

ফুটবল মওসুম শেষে এবার শুরু হচ্ছে চট্টগ্রামের ক্রিকেট মওসুম। প্রথম আয়োজন প্রথম বিভাগ ক্রিকেট লিগ। আর এই দিয়েই শুরু হচ্ছে চট্টগ্রামের ক্রিকেট মওসুম। আজ ২৩ জানুয়ারী সকাল ৯ টায় এম..আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে মুজিববর্ষ সিজেকেএসকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ। লিগ শুরু উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সিজেকেএস কনফারেন্স রুমে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম. আবদুল হান্নান আকবর। তিনি জানান এবারের লিগে নির্ধারিত ১৬টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলসমূহকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। দলগুলো হচ্ছে: ‘এ’ গ্রুপ: শতদল ক্লাব, সিটি কর্পোরেশন গ্রীণ, ইয়ং স্টার ব্লুজ, বাংলাদেশ রেলওয়ে এস এ। ‘বি’ গ্রুপ: আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, কোয়ালিটি স্পোর্টস, রিজেন্সী এস সি, নিমতলা লায়ন্স ক্লাব। ‘সি’ গ্রুপ: শতদল জুনিয়র, উল্লাস ক্লাব, স্টার ক্লাব, লিটল ব্রাদার্স। ‘ডি’ গ্রুপ: ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব, রাইজিং স্টার (জুনিয়র), সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা, শতাব্দী গোষ্ঠী। প্রতি গ্রুপের শীর্ষ স্থান পয়েন্ট অর্জনকারী ৪ টি দল নিয়ে সুপার লিগ, সুপার লিগে শীর্ষ স্থান অধিকারী দল প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হবে। প্রতি গ্রুপের সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ৪ টি দল নিয়ে রেলিগেশন লিগ হবে। রেলিগেশন লিগের সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দল ২য় বিভাগে অবনমিত হবে। গ্রুপ লীগের পয়েন্ট সুপার লিগে এবং রেলিগেশন লিগে যোগ হবে। লিগের ম্যাচগুলো এম এ আজিজ স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় শতদল ক্লাব ও বাংলাদেশ রেলওয়ে এস এ অংশগ্রহণ করবে। চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া মুজিববর্ষ সিজেকেএসকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ আগের মতো স্পন্সর করছেন। প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী লায়ন রূপম কিশোর বড়ুয়া। সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিডিএফএ সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, গোলাম মহিউদ্দিন হাসান, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর প্রতিনিধি মিরাজ আহমেদ, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু, আবু জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ইয়ুথ দাবায় চট্টগ্রামের দিব্য দাশ ও লুবাবার সাফল্য
পরবর্তী নিবন্ধআটলান্টিকে নৌকাতেই ছেলের জন্ম দিলেন অভিবাসী মা