উইকেটের সমালোচনায় এনামুল, ইমরুল

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

 

ধারণা করা হচ্ছিল এবারের বিপিএলে হয়তো ব্যাটিং বান্ধব উইকেট মিলবে। কিন্তু গত দুই দিনে প্রথম খেলায় কোনও দলই ভালো ব্যাট করতে পারেনি। গতকাল শনিবার সিলেট ও কুমিল্লার ম্যাচ শেষে সিলেটের ওপেনার এনামুল হক সরাসরিই বলে দিলেন এই উইকেট টিটোয়েন্টির উপযোগী নয়। পুরস্কার বিতরণী মঞ্চে এনামুল উইকেটের সমালোচনা করেন।

এনামুল বলেন, ‘উইকেট টিটোয়েন্টির মতো আমাদের মনে হয়নি। এখানে ব্যাটারদের জন্য ব্যাটিং করা কঠিন। টার্ন ছিল, ভেজা ছিল। যার কারণে ব্যাটাররা স্বস্তিতে খেলতে পারেনি, এটা সত্যি। দুটি দলই একইভাবে খেলেছে এবং কঠিনই মনে হয়েছে আমার কাছে। ব্যক্তিগতভাবে সবার কাছেই মনে হয়েছে যে এটা কঠিন উইকেট ছিল। টিটোয়েন্টিতে এরকম উইকেট থাকলে রান বের করা কঠিন। এই কারণেই আমার মনে হয়েছে রান হয়নি।’ এনামুল জানান, ‘উইকেট সবাই দেখেছে যে, প্রত্যাশিত হয়নি। টসও গুরুত্বপূর্ণ ছিল। আমরা জিতলেও ফিল্ডিং করতাম আগে। সবাই দেখেছেন যে বল কী পরিমাণ টার্ন করছিল, কাট করছিল। একটু নয়, অনেকখানিই কঠিন ছিল ব্যাটিং করা।’শুধু এনামুল নয়, কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও উইকেটের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘দেখেন উইকেট প্রথম হাফে কিছুটা কঠিন ছিল, আমাদের বোলাররা উইকেটের সঙ্গে তাল মিলিয়ে যথেষ্ট ভালো পরিকল্পনামাফিক বোলিং করেছে। কিন্তু লো স্কোরিং ম্যাচে সবসময়ই একটু সমস্যা হয় রান চেজিংয়ের ক্ষেত্রে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে এল পরীমনির গায়ে হলুদের ছবি
পরবর্তী নিবন্ধঅলিম্পিক নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন