মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। দীর্ঘদিন আলোচনায় ছিলেন ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে। সেই সম্পর্ক ভাঙার পর মাঝে দীর্ঘদিন আড়ালে ছিলেন। সমপ্রতি সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করে ফের আলোচনায় আসেন সুবাহ। ভালোবেসে বিয়ে করলেও এক সপ্তাহ না পেরোতে ওই সম্পর্কেও ভাঙন ধরে। তাদের সেই ‘কলহ’ গড়িয়েছে আদালত পর্যন্ত। যৌতুকের জন্য মারধর, ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে দুটি মামলা করেছেন সুবাহ। ভালোবেসে বিয়ে করলেও সুবাহ এখন তার স্বামী ইলিয়াসের বিচারের অপেক্ষায়। সুবাহর করা মামলা দুটি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ। তদন্তে সত্যতা পেলে ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেবেন তদন্ত কর্মকর্তা। নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। ইলিয়াসের কাছ থেকে মুক্তি চাচ্ছি। ইলিয়াস আমার সঙ্গে অন্যায় করেছেন। আমি তার শাস্তি চাই। সুবাহ বলছেন, তিনি ইলিয়াসের কাছ থেকে মুক্তি চাইছেন। তবে তিনি নিজ থেকে ইলিয়াসকে ডিভোর্স দেবেন না। ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে করা মামলাটি তদন্ত করছেন বনানী থানার উপ–পরিদর্শক ইয়াসিন হোসেন। তিনিও মামলাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে জানিয়ে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পেলে আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।