উন্নয়ন অগ্রগতির অদম্য শক্তিকে থামিয়ে দেয়ার অপচেষ্টা রুখতে হবে : মেয়র

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

 

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের কাতারে স্থান পাবে। বাংলাদেশের অগ্রগতির এ অদম্য ধারাকে থামিয়ে দেয়ার জন্য একটি মহল দেশেবিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা যতদিন জীবিত থাকবে এই ষড়যন্ত্র তারা রুখে দাঁড়াবে এবং ষড়যন্ত্রকারীদের এই ঘৃণ্য অপচেষ্টা কোনোদিন সফল হতে দেবে না। গতকাল শনিবার মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে জনকজননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জনকজননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী ফরিদ মাহমুদের সভাপতিত্বে শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এম. আশরাফুল আলম, নূর মোস্তফা টিনু, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, শেখ নাছির আহমদ, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ ইব্রাহিম, হোসেন সরওয়ার্দী, আশরাফুল গণি, আকতার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, এস এম ওয়াজেদ প্রমুখ। পরে তিনি জনকজননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার স্বরলিপি
পরবর্তী নিবন্ধদেশে ৯ কোটি টিকা মজুদ রয়েছে